ঢাকা::জনপ্রিয় অভিনেতা শাকিব খানের উপর অনাকাঙ্খিত হামলার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে সিনেপাড়ায়। রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। যে কোনো কেউ চাইলেই শাকিব হতে পারবেনা বলে এবার মন্তব্য করেছেন নির্মাতা ফারদিন এহসান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেলিব্রিটি দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান। শাকিবকে আশা হারাতে মানা করেন তিনি।
ফারদিন ফেসবুকে লিখেছেন, ‘কালকে রাতে এফডিসিতে কী হয়েছে শাকিব খানের সাথে তার প্রত্যক্ষদর্শী আমি। শাকিব চাচা হতাশ হবেন না। চাইলেই দুইদিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে শাকিব খান হতে পারবেন না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ।’
এছাড়া শাকিবের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও পরিচালক সাইফ চন্দনসহ অনেকে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pnTnsP
May 07, 2017 at 08:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.