‘শুধু ৫৮ নয়, জাতীয় পার্টির জোটে আরো দল আসবে

fঢাকা:

বাংলাদেশে প্রায় ৫৮টি ছোট ছোট দলকে নিয়ে ‘সম্মিলিত জাতীয় জোট’ নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠন করার পর হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি বলছে, তাদের জোটে আরো দল আসবে।

পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলছেন, রাজনীতিতে পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয়েছে, ‘একসাথে নির্বাচন করলে সরকার গঠনও হয়তো’ করতে পারবেন তারা।

সারা পৃথিবীতেই নির্বাচন এলে জোট গঠন হয়, বলেন তিনি।

“আমাদের দলের চেয়ারম্যান একজন সফল রাষ্ট্রনায়ক। তার সময়ই শ্রেষ্ঠ সময় ছিল বলে এদেশের মানুষ মনে করে” – বিবিসি বাংলার শাকিল আোয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন রুহুল আমিন হাওলাদার।

“পার্লামেন্টে আমরা বিরোধীদলে আছি। কিন্তু বাইরে জনগণের ধারণা যে, আমরা যদি জোট গঠন করে নির্বাচন করতে পারি, তাহলে ফলাফলে হয়তো একটা সরকার গঠনের মতো পরিস্থিতি হতে পারে।”

“সেই সম্ভাবনাকে সামনে রেখেই আমাদের এই জোট গঠন” – বলেন মি. হাওলাদার।

২০১৪ সালের ওই নির্বাচন বর্জন করেছিল দেশের সবচেয়ে বড় বিরোধীদল বিএনপি। কিন্তু আগামি নির্বাচনে যদি বিএনপি অংশ নেয়, তাহলে কি জাতীয় পার্টি আর সরকারের সাথে কোন জোট বা বোঝাপাড়া করবে না? এ প্রশ্ন করা হয়েছিল মি. হাওলাদারকে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2po7ONu

May 07, 2017 at 08:47PM
07 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top