৩৯৩টি ভুয়ো সংস্থার হদিস পেল সিবিআই

নয়াদিল্লি, ৭ মেঃ দুর্নীতি দমন অভিযানে নেমে বড়োসড়ো সাফল্য পেল সিবিআই। ৩৯৩টি ভুয়ো সংস্থার হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। ওই সংস্থাগুলি প্রায় ২৯০০ কোটি টাকা অন্যত্র পাচার করেছে বলে জানতে পেরেছে সিবিআই।

সংস্থা সূত্রে খবর, সুনির্দিষ্ট কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কালো টাকার কারবারিরা। এরপর ওই ভুয়ো সংস্থাগুলির মাধ্যমে অভিযুক্তরা ওই টাকা অন্যত্র সরিয়ে ফেলে।

তদন্তকারীদের ধারণা ২৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে প্রতারণা করে যে ঋণ নেওয়া হয়েছিল সেগুলি অন্যত্র সরানো হয়েছে। কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত দেশগুলিতে তা ভুয়ো পরিচয়ে পাচার করা হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2p9R0Ok

May 07, 2017 at 09:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top