নিজস্ব প্রতিবেদক :
সুপ্রীম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল রাজনৈতিক দল ও সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার (২৬ মে) বিকেলে উদীচী, সাংস্কৃতিক সংগঠন চারণ ও নগরনাটের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ মিনার থেকে নগরীর জিন্দাবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়ের সভাপতিত্বে ও চারণের আহবায়ক নাজিকুল রানার পরিচালনায় মানববন্ধন পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, উদীচীর সহ-সভাপতি রতন দেব, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সরোজ কান্তি, উদীচীর সাংগঠনিক সম্পাদক হিতাংশু ভূষণ কর প্রমুখ।
এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদ, বিজ্ঞান আন্দোলনসহ আরো কয়েকটি সংগঠন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qkADz8
May 27, 2017 at 03:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন