কুমিল্লা জুড়ে ১ হাজার মসজিদে খতমে তারাবি ও ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক ● পবিত্র মাহে রমজানে কুমিল্লা জেলার প্রায় ১ হাজার মসজিদে খতমে তারাবির নামাজ আদায় ও ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। মহানগরীর প্রায় মসজিদেই ২-৩ জন করে হাফেজ নিয়োগ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রায় মসজিদেই রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে।

তারাবি নামাজ পড়ানোর জন্য হাফেজদের নিয়োগ দিয়েছে মসজিদ কমিটির লোকজন ও পেশ ইমামরা। ২৭ রমজানের মধ্যে এলাকাভিত্তিক মুসল্লিদের কাছ থেকে টাকা উত্তোলন করে হাফেজদের ‘হাদিয়া’ পরিশোধ করা হয়। এবারও একই পদ্ধতিতে হাদিয়ে পরিশোধ হয়ে থাকবে বলে জানা গেছে। হাদিয়ার পরিমাণ নির্দিষ্ট নেই। একজন হাফেজ সর্বোচ্চ ১ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ১০ হাজার টাকা পেয়ে থাকেন।

নগরীর ১৫ নং ওয়ার্ডের জানু মিয়ার মসজিদটি বেশ প্রাচীন। এ মসজিদে প্রায় হাজার খানেক মুসল্লি তারাবির নামাজ আদায় করেন। গতবার এই মসজিদে দু’জন হাফেজ তারাবি পড়ালেও এবার নেওয়া হয়েছে তিনজন হাফেজ। তারাই ভাগ করে ২০ রাকাত তারাবির নামাজ পড়াবেন। প্রতিবারের মতো এবারও জানু মিয়া মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন প্রায় ৩শ’  মানুষ এ মসজিদে ইফতার খায়। সমাজের লোকজন পর্যায়ক্রমে প্রতিদিন এখানে ইফতারের আয়োজন করে।

৫ শ’ বছরের পুরনো মুঘল আমলের নগরীর শাহ সুজা মসজিদে প্রায় আড়াই হাজার মুসল্লি তারবির নামাজ পড়েন। এখানে তিনজন হাফেজ এবার তারাবি পড়াবেন।

এভাবে জেলাজুড়ে বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাফেজ মো. ইবরাহিম জানান, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে হাফেজদের একটি ভালো পরীক্ষার সুযোগ সৃষ্টি হয়। এখানে পারিশ্রমিক কোনো বড় বিষয় না। কোরআন তেলাওয়াতের সুযোগ হয় এটিই বড় কথা।

The post কুমিল্লা জুড়ে ১ হাজার মসজিদে খতমে তারাবি ও ইফতার আয়োজন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2r1r0UK

May 28, 2017 at 08:10PM
28 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top