ইসলামাবাদ, ০৪ মে- একেই বুঝি বলে, মরার উপর খাঁড়ার ঘা! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আর্থিক দ্বন্দ্বে এমনিতেই বিপাকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিাই)। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। রাজস্ব হারানোয় বিসিসিআইকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৪ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চুক্তি করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। চুক্তি অনুযায়ী ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল এ দুদলের। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই সিরিজগুলো হওয়ার কথা থাকলেও আইসিসিতে তিন মোড়ল সৃষ্টির পর থেকে সিরিজগুলো খেলতে অস্বীকৃতি জানায় ভারত। এর ফলে নিজেদের মাঠে সিরিজ আয়োজন থেকে ৬০ মিলিয়ন ডলার রাজস্ব হারায় পিসিবি। বিশাল অঙ্কের রাজস্ব হারানোর জন্য এতদিন বিসিসিআই-এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছিলো পিসিবি। অবশেষে বুধবার বিসিসিআইকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের ভাষ্য, আমরা বিসিসিআইকে আইনি নোটিশ পাঠিয়েছি। চুক্তি ভঙ্গ করার দায়ে আমরা আইসিসির মাধ্যমে সেটি করেছি। পিসিবি এর জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। বিসিসিআই চুক্তি ভঙ্গ করায় আমাদের ৬০ মিলিয়ন ডলারের মতো রাজস্ব হাতছাড়া হয়েছে। সূত্র: ডন আর/১২:১৪/০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pIKT2l
May 04, 2017 at 06:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন