ফের শহরে পা রাখছেন দিয়েগো ম্যারাডোনা। ভারতে ফুটবল কার্নিভালের উদ্বোধন করতে কলকাতায় আসছেন ফুটবলের রাজপুত্র। প্রায় নয়বছর পর অনুর্ধ্ধ ১৭ বিশ্বকাপের ঠিক আগেই ১৯-২০ সেপ্টেম্বর আবার সিটি অফ জয় মাতাবেন তিনি। মোক্স স্পোর্ট ভেন্চার নামে একটি সংস্থা তাকে কলকাতায় আনছে। এর আগে ২০০৮ সালের ডিসেম্বর মাসে কলকাতায় প্রথমবার আসেন ফুটবলের রাজপুত্র। মধ্যরাতের সেবার কলকাতায় পা রেখেছিলেন ম্যারাডোনা। অত রাতে এলেও বিমানবন্দরে তাকে একঝলকত দেখতে ভিড় জমিয়েছিল কলকাতার ফুটবল পাগল জনতা। সেসব স্মৃতি বোধহয় মনে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপ জয়ীর। তাই ফের একবার কলকাতায় আসতে পারবেন বলে উচ্ছ্বসিত মারাদোনা নিজেও। এপ্রসঙ্গে তিনি বলেছেন, কলকাতার দর্শকদের ভালবাসা ভুলিনি। ওই জায়গাটাও খুব স্পেশাল। তাই কলকাতায় আসাটা সম্মানের। এর আগের বার কলকাতা সফরের স্মৃতি আমার এখনও মনে আছে। এবারের সফরে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির একাদশের বিরুদ্ধে একটি ফুটবল ম্যাচও খেলার কথা রয়েছে ম্যারাডোনার। ১৯ সেপ্টেম্বর ম্যাচটি হবে। প্রাক্তন খেলোয়াড় থেকে চলচিত্র তারকাদেরও এই ম্যাচে দেখা যাবে। সব মিলিয়ে ফুটবলের রাজপুত্রর কলকাতা আসার খবরে বিশ্বকাপের দাদামা এখন থেকেই বেজে গেল সেটা বলার অপেক্ষা রাখে না। আর/১২:১৪/০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2py0u4q
May 04, 2017 at 06:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top