সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সদস্যদেরকে সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে এবং ভালো-মন্দ বিচার করে সংবাদ পরিবেশন করার আহবান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। শুক্রবার রাতে পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলের হল রুমে সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি বলেন- একটা সাংবাদিক সংগঠনে অভিষিক্ত হওয়া অনেক বড় বিষয়, অনেক বড় পাওয়া। এই পাওয়া মানেই দায়িত্ব এবং কর্তব্য আরো বেড়ে যাওয়া। তিনি কারো দ্বারা যেন এই পেশার এবং এই সংগঠনের ক্ষতি না হয় সে ব্যপারে লক্ষ্য রাখার অনুরোধ জানান। সাংবাদিকতায় পড়াশোনার বিকল্প নেই উল্লেখ করে রাহাত আনোয়ার বলেন- ভাষাগত দক্ষতাও সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা বিষয়ে ধারণা থাকলে এবং দক্ষ হলে সংবাদ পবিবেশন অনেক সহজ হয়ে যাবে। তাই ভালো সাংবাদিক হতে হলে বেশি করে পড়াশোনা করতে হবে। এছাড়া সাংবাদিকদেরকে স্বাধীনতার চেতনা বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক ডা. মোরশেদ আহমদ চৌধুরী, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি আবদুল জব্বার জলিল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও দ্যা ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির। অভিষিক্তদের মধ্যে বক্তব্য রাখেন- মাই টিভি সিলেটের ব্যুরো প্রধান জাফর সাদেক মো. কয়েস গাজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু ও পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রজত চক্রবর্তী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rubxOr
May 28, 2017 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.