নয়াদিল্লি, ২৮ মেঃ ভারতে খোঁজ মিলল মশাবাহিত জিকা ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সূত্রে জানানো হয়েছে, আহমেদাবাদের বাপুনগরে তিনজন জিকা সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের পরীক্ষাগারে রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এরপরই এই তিনজনের দেহে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এই রিপোর্টটি সত্য বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও।
গত ৪ জানুয়ারি পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত করা হয়। পতঙ্গ বিশেষজ্ঞ বলেছেন, ‘জিকা সংক্রমণ রুখতে নজরদারি জোরদার করতে হবে। চেষ্টা চালাতে হবে মশা নির্মূল করার। এই ভাইরাস যাতে সব জায়গায় ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আপত্কালীনভাবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rbGnuh
May 28, 2017 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন