কলকাতা, ২৯ মে- নতুন লোগো তৈরি করল রাজ্য সরকার। বিধানসভায় এমন উদ্যোগের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তা সত্যিই করে ফেললেন। তাঁর কথায়, একাধিক রাজ্যের নিজস্ব লোগো আছে। কিন্তু, বাংলার কোনও সরকারি প্রতীক নেই। নতুন লোগোতে অশোক স্তম্ভ থাকবে। এছাড়া বাংলার নাম লেখা থাকবে। নতুন লোগোতে বিশ্ববাংলার লোগোর সঙ্গে কিছুটা মিলও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনিই এই লোগোর নকশা করেছেন। এর পরে তা রাজ্য হেরিটেজ কমিটির ছাড়পত্র পেয়েছে। এ বার তা কেন্দ্রের কাছে পাঠানো হবে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার জন্য। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে তবেই তা বাস্তবায়িত হবে। বিভিন্ন প্রকল্পের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট লোগো রয়েছে। কন্যাশ্রী প্রকল্পের লোগোর নকশা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এছাড়াও যুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথীর মতো নানা প্রকল্পের আলাদা আলাদা লোগোর নকশা করেছেন তিনি। গতিধারা প্রকল্প, বিশ্ব বাংলা-র লোগোও হয় মুখ্যমন্ত্রীর ভাবনাতেই। এবার রাজ্যও লোগো-প্রাপ্ত হতে চলেছে। কেন্দ্রীয় অনুমোদন পেলে রাজ্য সরকারের সব কাজেই ব্যবহৃত হবে এই লোগো।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sdLoQa
May 30, 2017 at 03:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন