শাসকদল নির্বাচনী বিধি ভঙ্গ করেছে জানালেন অশোক ভট্টাচার্য

রায়গঞ্জ, ৭ মেঃ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে বিরোধীরা। রবিবার রায়গঞ্জে সিপিএমের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

এদিন অশোকবাবু বলেন, ‘তৃণমূল তথা শাসকদল নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে। রায়গঞ্জ পুরভোটের আচরণবিধি লাগু হয়ে গেলেও এখনও ইটাহারের বিধায়ক পুরসভার যুগ্ম প্রশাসকের ভুমিকা পালন করছেন যা বেআইনি। আমি এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করছি। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংয়ের সঙ্গে ফোন মারফত কথা হয়েছে তিনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শিলিগুড়ির মডেলে রায়গঞ্জ পুরসভার ভোট হবে। রায়গঞ্জবাসী যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেজন্য বাম-কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তৃণমূল তথা শাসকদলের সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর জন্য সমস্থ রায়গঞ্জবাসীকে একত্রিত হবার আর্জি জানাচ্ছি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2pjw1nr

May 07, 2017 at 06:39PM
07 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top