মুম্বাই, ০৭ মে- বলিউড তারকা সালমান খান ও পরিচালক কবীর খানের একসঙ্গে করা ছবির সাফল্যের কথা সবারই জানা। ২০১২ সালে এক থা টাইগার ও ২০১৪তে বজরাঙ্গি ভাইজান ছবি দুইটি রেকর্ড পরিমাণ সাফল্য পেয়েছিলো। তারই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় আছে তাদের নতুন ছবি টিউবলাইট। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। তবে ট্রেলার প্রকাশের পরই দেখা দিয়েছে বিপত্তি। কারণ অভিযোগ উঠেছে ছবিটির গল্পের প্লট চুরি করা হয়েছে ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত হলিউডের ছবি লিটল বয় থেকে। ছবিটিতে একজন প্রতিবন্ধীর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। লিটল বয় সিনেমাটিতেও একই ধরনের চরিত্রে একটি ছোট শিশু অভিনয় করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার প্রবাহে নির্মিত ছবিটির মতোই একইভাবে টিউবলাইটেও ভারত-চীন দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে। তবে নকলের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি সালমান খান ও কবীর খান। ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনের মডেল ও শিল্পী জুহু ও সালমান খানের ভাই সোহেল খান। আগামী রোজার ঈদে মুক্তি দেয়ার কথা রয়েছে ছবিটি। আর/১৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qOOMRD
May 08, 2017 at 12:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top