শেখ হাসিনা ও শেখ রেহানার নামে অফিশিয়াল কোন ফেইসবুক পেইজ নেইঃআওয়ামীলীগ


সুরমা টাইমস ডেস্কঃ
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানার নামে কোনো অফিশিয়াল ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে দলটি জানিয়েছে, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে এখনও অফিশিয়ালি কোন ফেসবুক পেজ চালু হয়নি।
তাদের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজে মিথ্যা সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে সোমবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়েছে, “গত কিছু দিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে-বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেইক ফেসবুক পেইজ’ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগের ফেসবুক পেজে আরও বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর একটি ফেরিফাইড ফেসবুক পেইজ
Sajeeb Wazed ও শেখ রেহানা’র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি
Radwan Mujib Siddiq অফিশিয়ালি চালু আছে-যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, “বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে এখনও অফিশিয়ালি কোন ফেসবুক পেইজ চালু হয়নি, একই সাথে এরকম পেইজগুলোর অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেইজগুলোকে ‘আনঅফিশিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন-অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2seTDvb

May 30, 2017 at 01:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top