রমজান মাসে বাজার স্থীতিশীল ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সভা

রমজান মাসে বাজার স্থীতিশীল ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখাসহ রমজানের পবিত্রতা রক্ষার লক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, এডিসি জেনালের তৌফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, বনিক সমিতির সদস্য লৎফর রহমান ফিরোজ, সাংবাদিক শহীদুল হুদা অলক।
সভায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে বাজার মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া। পাশাপাশি নিরাপদ খাবার বেচা-কেনা ও রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার প্রচারণার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায়, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
পাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৫-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2r5RMZN

May 11, 2017 at 05:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top