ইউরোপ ::
মা-মেয়ে সহ তিন মুসলিম মহিলার বিরুদ্ধে অভিযোগ তারা লন্ডনের কেন্দ্রে ওয়েস্টমিনস্টার এলাকায় ছুরি দিয়ে মানুষ হত্যা করে সন্ত্রাস ছড়ানোর ষড়যন্ত্র করেছিলেন।
তাদের নাম প্রকাশ করা হয়েছে – রিজলাইন বুলার ২১, মিনা দিচ, ৪৩ এবং খাওলা বারগুতি, ২০। এরা তিনজনই লন্ডনের বাসিন্দা।
গত মাসে উত্তর-পূর্ব লন্ডনের উইলসডেন এলাকায় এক সন্ত্রাস-বিরোধী অভিযানের সময় এই তিন মহিলাকে পুলিশ আটক করে। ঐ অভিযানের সময় মিস বুলার পুলিশের গুলি খেয়েছিলেন।
এই তিন মহিলাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মিস বুলার এবং মিস দিচ মুখঢাকা বোরকা পরে ছিলেন।
মহিলা ম্যাজিস্ট্রেট তাদের চেহারা দেখাতে বললে, ঐ দুজন শুধু চোখ দেখান।
মামলার শুনানির আগে তাদেরকে ১৯মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2poHnLQ
May 11, 2017 at 09:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.