নিজ উদ্যোগে রাস্তা তৈরি গ্রামবাসীদের

তুফানগঞ্জ, ৩ মেঃ নিজ উদ্যোগে নিজেরাই ঘাম ঝরিয়ে রাস্তা তৈরি করলেন গ্রামববাসীরা। তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরানফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ৮ এর ৫১ নম্বর বুথের ঘটনা। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসার আলী জানান, সামনেই বর্ষাকাল। তাই নির্দিষ্ট রাস্তা তৈরি করা অত্যন্ত প্রয়োজন। সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়নি বলে তাই নিজেদের উদ্যোগেই এই পদক্ষেপ গ্রামবাসীর। আরো জানানো হয়, নির্দিষ্ট কয়েকজন ব্যাক্তির কারনেই ওই এলাকায় এখনো রাস্তা হয়নি।



from Uttarbanga Sambad http://ift.tt/2oX6AN1

May 03, 2017 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top