নাকটি ডিভিশনে লকআউট ঘোষণা মালিকপক্ষের

মালবাজার, ৩ মেঃ মাল মহকুমার সোনগাছি চা বাগানের নাকটি ডিভিশনে লক আউট ঘোষণা করলেন মালিকপক্ষ। মালিকপক্ষের অভিযোগ, নাকটি ডিভিশনের অফিসে মঙ্গলবার সকালে ভাঙচুর করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির জন্য ওই ডিভিশনে লক আউট করা হয়েছে। কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, শ্রমিকপক্ষের পাল্টা দাবি, সেধরনের কোনো ঘটনাই ঘটেনি। কয়েকজনের হাজিরা না মেলার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে ডিভিশনে লক আউট করা হয়েছে। শ্রমিকপক্ষ ডিভিশনের কাজকর্ম চালুর দাবি করেছে। ২৬০ হেক্টরের ডিভিশনে ৫৫০ জন স্থায়ী শ্রমিক আছে। মাল পুলিশ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বাগানের সোনগাছি এবং বাটাইগোল ডিভিশনে স্বাভাবিক  কাজকর্ম হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2p4X0Ty

May 03, 2017 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top