মুম্বাই, ০২ মে- নিজের রেকর্ড প্রতিদিন ভাঙছে বক্স অফিসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা বাহুবলি ২। মুক্তির তিন দিনেই যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি রূপি। নতুন ইতিহাস গড়ে বাহুবলি-২ হাজারির ক্লাব খুলে তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস সংশ্লিষ্টরা। প্রথম দিনেই এর আয় ছিল ১২১ কোটি। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ কোটি রুপি। হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। করণ এ দিন টুইট করেন, ঐতিহাসিক উইকেন্ড। তিন দিনে বাহুবলি ২-এর হিন্দি ভার্সনের আয় ১২৮ কোটি টাকা। আশাতীত। বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। তার মধ্যে ভারতে প্রায় সাড়ে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। এটাও রেকর্ড। শেষ পর্যন্ত হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় সে দিকেও তাকিয়ে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের দর্শকদের মধ্যেও প্রথম কিস্তির শেষ অংশের আকর্ষণ কাটাপ্পা কেন বাহুবলিকে খুন করেন তা নিয়ে আগ্রহের কমতি নেই। তাই বাহুবলি-২ নিয়ে তারাও ব্যাপক উৎসাহী। বাহুবলির নায়ক প্রভাসের ভক্ত সংখ্যাও দিন দিন বাড়ছে। আর/০৭:১৪/০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pRdfZi
May 02, 2017 at 01:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন