মঙ্গলবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই পর্বের সেমিফাইনালের প্রথম লেগেই ফাইনাল নিশ্চিত করে ফেলতে চান রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। অ্যাটলেটিকোর মাঠে ফিরতি পর্বের ম্যাচের জন্য যেন অপেক্ষা করতে না হয়, সে ব্যাপারে নিজের শিষ্যদের নির্দেশনা দিয়ে রাখলেন কোচ জিদান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কামব্যাকের নায়ক রিয়াল মাদ্রিদ; কিন্তু অতীতে কী হয়েছে না হয়েছে সে দিকে মোটেও তাকাতে রাজি নন জিদান। যা করার নিজেদের মাঠেই করে ফেলতে হবে। এই তত্ব নিয়েই বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১টায় নিজেদের মাঠে অ্যাটলেটিকোর মাঠে নামবে লজ ব্লাঙ্কোজরা। তার আগের সন্ধ্যায় মিডিয়ার মুখোমুখি হন জিদান। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, আমরা জানি এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে, এখানে দ্বিতীয় পর্ব বলতে কিছুই নেই। এ কারণে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত ভালো খেলার চেষ্টা করতে হবে। শুধু এই ম্যাচ নিয়েই ভাবতে চান রিয়াল কোচ। তিনি বলেন, আমরা শুধুই এই ম্যাচ নিয়ে ভাবতে চাই। ফিরতি লেগ নিয়ে মোটেও ভাবতে চাই না। সমর্থকরা আমাদের সঙ্গেই আছে। গত সপ্তাহেও তারা যেভাবে আমাদের সঙ্গে ছিল, ঠিক সেভাবে। তারা দলকে অনেক সহযোগিতা করে। এটা আমাদের জন্য অনেক বড় একটি সুবিধা। আমরা এটা অন্তকরণ থেকে চাই। নিজেদের মোটেও ফেবারিট ভাবতে রাজি নন জিদান। গত তিন বছরে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। সর্বশেষ চ্যাম্পিয়নশিপও রিয়ালের একইভাবে এসেছে। তবুও নাকি রিয়াল ফেবারিট নয়। জিদান বলেন, আমরা এই ম্যাচে কোনোভাবেই ফেবারিট নই। এটা একটা সেমিফাইনাল ম্যাচ। এখানে ৫০-৫০ সুযোগ রয়েছে দুদলেরই। আগের কী হয়েছে, সে হিসেব করে কোনোভাবেই এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। বর্তমান নিয়েই ভাবতে হবে আমাদের। আর/০৭:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qrSJvw
May 02, 2017 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top