লন্ডন, ০২ মে- ব্যাট হাতে ৩৪৬ রানের পাহাড়সম লক্ষ্য। অধিনায়ক মুশফিকুর রহিমের অনবদ্য ১৩৪ রানের অপরাজিত ইনিংস, ওপেনার সৌম্য সরকারের ৭৩; ইমররুল কায়েসের ৪৪। ব্যাট হাতে দারুণ সময় কাটালো বাংলাদেশ দল। কিন্তু দূর্ভাগ্য তাসকিন আহমেদ-রুবেল হোসেনদের। বৃষ্টির বাগড়ায় পুরোপুরি প্রস্তুতিটা হলো না তাদের। অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ১৮ ওভার বল করতেই বৃষ্টি হানা দেয়। ততক্ষণে কোনো উইকেট না হারিয়ে ১০১ রান তুলে ফেলেছে ডিউক অব নরফোকের দুই ওপেনার। এরপর সেই যে বৃষ্টি শুরু হলো, আর থামেনি। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন দুই ওপেন সৌম্য-ইমরুল। ব্যক্তিগত ৪৪ রানে ইমরুল ফিরলে একাই টানছিলেন সৌম্য। ব্যক্তিগত ৭৩ রান করে তিনিও ফিরে যান। অন্যপ্রান্তে তখনও দলকে টানছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। কির্টলে-প্যাটেলদের বোলিং তোপে যখন এক এক করে সাজঘরে ফিরছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ (৪), নাসির হোসেন (২৬), মেহেদী হাসান মিরাজরা (৩১) অন্যপ্রান্তে তখন সেঞ্চুরি পার করে ফেলেছেন মুশফিক। শেষ পর্যন্ত ১৩৫ বলে ১৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪ চার ও এক ছয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। তার ব্যাটে চড়েই সাত উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ। স্ত্রী-পুত্রের অসুস্থতার খবরে হুট করেই দেশে ফিরতে হয়েছে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। অন্যদিকে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-মাশরাফিরা। যার প্রথমটি ছিলো ডিউক অব নরফোকের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটি গড়াবে সাসেক্সের বিপক্ষে। আর/০৭:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ppSh2o
May 02, 2017 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top