জেদ্দা, ০২ মে- মরুভূমির পাহাড় ঘেরা সৌদিআরবের জেদ্দাহ থেকে একশত পঞ্চাশ কিলোমিটার দূরে হারাজাত নামক স্থানে খোলা আকাশের নীচে মানবতর জীবন যাপন করছেন দুই শত বাংলাদেশী শ্রমিক। প্রবাসী শ্রমিকরা রক্তজল করা পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে আর দেশের রিজার্ভকে সমৃদ্ধ করছেন। সেই প্রবাসী শ্রমিকদের চিত্র ভয়াবহ। মাঠের ফসলি জমি, ঘোয়লের গরু, পুকুরের মাছ, এমনকি নিজের ভিটে-মাটি বিক্রি করে চড়া সুদে ঋণ নিয়ে গ্রামের সহজ সরল যে শ্রমিকটি জীবন-জীবিকার সন্ধানে, ভাগ্য উন্নয়নে প্রবাশে পাড়ি জমায় তখন তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। তাদের পরিণতি হয় বিদেশে মানবেতর জীবন কিংবা দালালদের প্রতারণার শিকার হয়ে মৃত্যু। এমনি প্রতারণার শিখার হল আল খোদরী ক্লিনিং কোম্পানীতে আশা শত শত বাংলাদেশী, অনাহারে খোলা আকাশের নিচে মানবতর জীবন যাপন করছেন তারা। সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসা এইসব শ্রমিক বাংলাদেশী কিছু দালাল আবু তাহের, আলী ও আজাদ নামের এই সব দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ছয়/ সাত লক্ষ টাকা খরচ করে সৌদিআরব আসে। আর এসে এই সব শ্রমিক এই দালালদের মাধ্যমে আল খোদরী কোম্পানীতে ক্লিনিং এর কাজে নিয়োজিত হন। গত দশ থেকে এগার মাস তাদের বেতন না দিয়ে তাদের কর্মসংস্থান ত্যাগ করতে বলে সাপ্লাই কোম্পানী এইসব দালাল ফলে এইসব অসহায় শ্রমিক কোম্পানীর সামনে রাস্তাই অবস্থান করতে বাধ্য হয়। গত দশদিন ধরে না খেয়ে পড়ে আছে এইসব শ্রমিক। এমনকি অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এই ব্যাপারে আল খোদরী কোম্পানীতে যোগাযোগ করা হলে উদ্বতন এক কর্মকর্তা বলেন, আমাদের কোম্পানীর লোকজন এখন বেকার তাই আমরা সাপ্লাই কোম্পানীর পাওনা পরিশোধ করে তাদের স্ব স্ব কোম্পানীতে ফিরিয়ে নিতে বলেছি। আল খোদরী কোম্পানী তাদের পাওনা পরিশোধ করলেও সাপ্লাই কোম্পানীর দালালরা শ্রমিকদের বেতন ও খাওয়া দাওয়া কোন পয়সা না দিয়ে তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন। এই ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সিলে অভিযোগ করলে তারা জানান, আগে কেউ তাদের এই ব্যাপারে অভিযোগ করেনি। এখন তারা অভিযোগ আমলে নিয়ে এই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য একজন কর্মকর্তাকে তাৎক্ষণিক নিয়োগ করেন এবং এর সুষ্ঠ তদন্তের মাধ্যমেই তাদের আইনি পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আর/১৭:১৪/০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ptl7Pn
May 03, 2017 at 05:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন