কেনিংটন, ২৮ মে- ভারত-পাকিস্তান মহারণের আগে প্রথম মহড়া জিতে নিল ভারত। রবিবার কেনিংটন ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজল্যান্ডকে হারাল বিরাটবাহিনী। প্রথম ম্যাচেই রানে ফিরলেন ক্যাপ্টেন কোহলি। আইপিএল-এ রান না-পাওয়া বিরাট কোহলির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই রান পাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন কিউদের বিরুদ্ধে অপরাজিত হাফ-সেঞ্চুরি এল বিরাটের ব্যাট থেকে। ১৯০ রান তাড়া করতে নেমে ভারত ২৬ ওভারে তিন উইকেটে ১২৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়৷আর ম্যাচ শুরু না-হওয়ায় ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ৪৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ৫৫ বলে হাফ-ডজন বাউন্ডারি মেরে ৫২ রানে অপরাজিত থাকেন বিরাট। ১৭ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে বিরাট রানে ফেরায় স্বস্তিতে ভারত। পাক ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট-ধোনিরা। মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও পাকিস্তানের সামনে ৩৪২ রানের টার্গেট রেখেছিল তারা। এদিন অবশ্য ভারতের বোলিংকেও ছন্দে দেখা গেল। ভারতীয় পেস আক্রমণের বিরুদ্ধে ৩৯ ওভারে শেষ হয়ে যায় কিউই ইনিংস। চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মহম্মদ শামি দারুণ বোলিং করেন। ৮ ওভার হাত ঘুরিয়ে তিনটি উইকেট তুলে নেন। অসাধরণ বোলিং করেন দুরন্ত ফর্মে থাকা ভুবনেশ্বর কুমার। ৬.৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন ভুবি। রবিচন্দ্রন অশ্বিনকে অবশ্য এদিন আহামরি মনে হয়নি। ৬ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পান তামিল অফ-স্পিনার। আর/১০:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rcN7rx
May 29, 2017 at 05:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top