ঢাকা, ২৮ মে- যৌথ প্রযোজনার ছবি বস ২ এর আল্লাহ মেহেরবান শিরোনামের একটি গান শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়েছে। সুফিয়ানা ধাঁচের এই গানের সঙ্গে অশ্লীল পোশাক পড়ে নেচে তীব্র সমালোচনায় মুখের পড়েছেন বিতর্কিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বইছে সমালোচনার ঝড়। অনেকেই গানটির ছবি শেয়ার দিয়ে মন্তব্য করছেন- আল্লাহ মেহেরবান গানটি ছবি থেকে বাদ দেয়া হোক! আবার কেউ গানটি বস ২ ছবি থেকে বাদ দেয়ার জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। সমালোচকরা বলছেন, আল্লাহ মেহেরবান গানে নুসরাত ফারিয়া লাল, সবুজ আর কালো রঙের খোলামেলা পোশাক আর আবেদনে ভরা শরীর দেখিয়ে আল্লাহর নাম মুখে নিয়ে নাচানাচি করাটা দৃষ্টিকটু লেগেছে। এ ধরনের গানের কোরিওগ্রাফী যিনি করেছেন এবং এই ছবির প্রযোজক ও পরিচালকের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে রমজানের শুরুতে এমন গান প্রকাশের বিষয়টিকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। এদিকে এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, আমি কি বলবো। গান কি আমার ইচ্ছেতে হয় নাকি! গানের পিকচারাইজেশন তো আমি করি নাই। আমি পারফর্ম করেছি মাত্র। আর গানটাতো রমজানের দিনে ইউটিউবে দেয়া হয়নি। রমজানের দুদিন আগে আপলোড করা হয়েছে। আর/১০:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ruJIW9
May 29, 2017 at 05:46AM
28 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top