সাংসদ সেলিম উদ্দিনকে শোকজ করলেন এরশাদ

নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ও সিলেটের নেতা এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করায় জাতীয় সংসদের দলীয় হুইপ ও সিলেটের সাংসদ সেলিম উদ্দিনকে শোকজ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (২৮ মে) হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত শোকজ নোটিশে সাংসদকে সেলিমকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি আমার উপদেষ্টা হওয়া সত্ত্বেও আমাকে অথবা দলের মহাসচিবসহ শীর্ষনেতাদের অবহিত না করে দলের প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে মামলা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে প্রতীয়মান হয়, আমার বা আমার দলের প্রতি আপনার (সেলিম) কোনো আস্থা নেই।

শোকজ নোটিশে সেলিমকে উদ্দেশ্য করে আরো বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪ জুনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) সিলেটের জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন জাতীয় পার্টির নেতা ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন।

মামলার এজাহারে সেলিম উদ্দিন এমপি উল্লেখ করেছেন, তাজ রহমান বিভিন্ন সময়ে ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা ও ফেসবুকে মিথ্যা, অশালীন, মানহানিকর তথ্য প্রচার করে সংসদ সদস্যের সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এই দুই নেতার দ্বন্ধ এতদিন দলের ভেতরেই সীমাবদ্ধ ছিল। মামলা দায়েরের পর সেটি প্রকাশ্যে চলে এসেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s4qZh6

May 28, 2017 at 11:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top