লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস, তদন্তে এটিএস

বেরিলি, ২১ মেঃ উত্তরপ্রদেশে উন্না স্টেশনের কাছে লাইনচ্যুত হল মুম্বই-লখনউ লোকমান্য তিলক এক্সপ্রেসের ১১টি কামরা। রবিবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

ট্রেনটির গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানান উত্তর রেলওয়ের সিনিয়র ডিসিএম শিবেন্দ্র শুক্লা। ট্রেনের কয়েকজন যাত্রী সামান্য হয়েছেন। প্রাথমিক চিকিত্সার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান উন্নওয়ের পুলিশ সুপার নেহা পাণ্ডে। এছাড়া ওই ট্রেনের সমস্ত যাত্রীদের জল ও খাবারের পাশাপাশি গন্তব্যে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি কীভাবে লাইনচ্যুত হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রেলের পদস্থ আধিকারিক ছাড়াও উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন বাহিনী (এটিএস) স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করে। এই দুর্ঘটনার পিছনে নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিবেন্দ্র শুক্লা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pZeLJq

May 21, 2017 at 09:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top