রাষ্ট্রের নিরাপত্তায় পুলিশ যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

Captureঢাকা::

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালিয়েছে। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে পুলিশ যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারে। এ নিয়ে বিএনপিকে আন্দোলন করতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়নি।

শনিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির জন্য বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির জবাবে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

প্রসঙ্গত. রাষ্ট্রবিরোধী নথিপত্র আছে-এমন তথ্যে ওয়ারেন্টের ভিত্তিতেই শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় তল্লাশি চালায় পুলিশ। এই তল্লাশির প্রতিবাদে রোববার ডাকা দেশজুড়ে বিক্ষোভ চলাকালে আজ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।

বিএনপির এই বক্তব্যের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারে। এটা তাদের রুটিন ওয়ার্ক। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিএনপি অভিযোগ করেছে তল্লাশির সময় চেয়ারপারসনের কার্যালয়ে ভাঙচুর করেছে পুলিশ।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির অফিস ভাঙচুর করেছে- তাদের এমন অভিযোগ ঠিক নয়।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rGwi5i

May 21, 2017 at 09:57PM
21 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top