ষোড়শ সংশোধনী নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে

fঢাকা::উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

গত মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বুধবার সকাল ৯টায় পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মঙ্গলবার আদালতে লিখিত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এর আগে, সোমবার তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান আমাদের মূল সংবিধান। সেখানে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল। ষোড়শ সংশোধীনর মাধ্যমে সেখানে ফিরে যাওয়া হয়েছে। তাই মূল সংবিধানে ফিরে যাওয়া কখনো মৌল কাঠামোর পরিপন্থি হতে পারে না।

এরপর আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য শুরু করেন। তিনি সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে পড়া শুরু করেন। সেই পড়া অসমাপ্ত থাকা অবস্থায়ই সোমবার দিনের শুনানি শেষ হয়।

গত ৮ মে পেপার বুক থেকে রায় পড়ার মাধ্যমে এই মামলার আপিল শুনানি শুরু হয়। ৯ মে দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। এ দুদিন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা হাইকোর্টের রায় আদালতে পড়ে শুনান। পরে ২১ মে তৃতীয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের লিখিত যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন মুরাদ রেজা। ওই দিন শুনানি শেষে সোমবার বেলা সাড়ে ১১টায় ফের শুনানির জন্য রাখেন আদালত।

সেই অনুযায়ী সোমবার চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি এই মামলায় আপিল শুনানিতে সহায়তার জন্য ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন আপিল বিভাগ।

অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগপ্রাপ্ত ১২ আইনজীবী হচ্ছেন-বিচারপতি টি এইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার শফিক আহমেদ, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, ব্যারিস্টার আজমালুল কিউসি, আবদুল ওয়াদুদ ভূইয়া, এম আই ফারুকী।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rfQRte

May 24, 2017 at 01:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top