শিলিগুড়ি, ১৩ মেঃ চিকিত্সার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়ি জেলা হাসপাতালে। শনিবার এই ঘটনার জেরে ব্যপক গণপিটুনি খেলেন হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল। বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন রয়েছেন সুপার। করা হয়েছে সিটি স্ক্যানও।
মৃতা সবিতা দাস (২২) পূর্ব ফকদইবাড়ির বাসিন্দা। প্রসূতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি হন সবিতা দেবী। শুক্রবার তাঁর সিজার হয় এবং এক কন্যসন্তানের জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনেই সুস্থই ছিলেন। কিন্তু শুক্রবার বিকেল থেকেই সবিতাদেবীর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। রক্তক্ষরণ হতে থাকে। একথা পরিবারের তরফ থেকে কর্তব্যরত নার্সদের বিষয়টি জানানো হলেও পাত্তা দেয়নি কেউ। রাতে অবস্থার আরও অবনতি ঘটে। অভিযোগ, তখনও কোনো ডাক্তারের দেখাতে মেলেনি। এরপর শনিবার সকালে সবিতাদেবীকে হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এরপর হাসপাতাল সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তিনজন চিকিত্সকের সঙ্গে তাঁকে সিসিইউতে নিয়ে যান। পরিবারকে বিকেল ৫ টা নাগাদ জানানো হয় মৃত্যু হয়েছে সবিতাদেবীর।
সুপারের কাছে মৃত্যুর কারণ জানতে চাওয়ায় বলা হয় স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে তাঁর। অভিযোগ, একটি সাদা কাগজে সই করতে বলা হয় সবিতাদেবীর পরিবারকে। কিন্তু তাতে অস্বীকার করায় সেখান থেকে চিকিত্সক ও সুপার সকলে চলে যান। সুপার রিক্সায় চেপে বাড়ি যেতে উদ্যত হলে তাঁকে টেনে হিচড়ে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন সুপার। উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর। এরপর শিলিগুড়ি থানার আইসি দেবাশিষ বসুর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করছে। এর ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qeu8vR
May 13, 2017 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন