বিবাহবিচ্ছেদের জঘন্য প্রথা তিন তালাক, পর্যবেক্ষণ সাংবিধানিক বেঞ্চের

নয়াদিল্লি, ১৩ মেঃ একটা জঘন্য প্রথা কিন্তু তবু তার আইনি অনুমতি রয়েছে। এটা কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার সামিল। তিন তালাক নিয়ে শুনানির দ্বিতীয় দিনে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চের।

প্রধান বিচারপতি জে এস খেহর শুক্রবার স্পষ্টভাবে জানতে চান, তিন তালাক কি শুধুই একটি প্রথা, নাকি এর ধর্মীয় ভিত রয়েছে? শুনানির সময় বিচারপতি রোহিংটন নরিম্যান মন্তব্য করেছেন, তিন তালাকের আইনি অনুমতি থাকলেও এটা যে বিয়ে ভাঙার সবচেয়ে জঘন্য প্রথা সে কথা মুসলিমদের যেকোনো চিন্তাধারার মানুষই বলবেন।

শুক্রবার তিন তালাকের শুনানিতে উঠে এসেছে নিকাহ্ হালালা ও নিকাহ্‌নামা বিষয়টিও। আদালত-বন্ধু হিসেবে এই মামলা শুক্রবার এই দুই প্রথার ব্যাখ্যা দেন সলমন খুরশিদ।

প্রসঙ্গত তিন তালাকের সমর্থনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবীরা এখনো পর্যন্ত সওয়াল করেননি। আবার মোদি সরকারের অ্যাটর্নি জেনারেলও তিন তালাকের বিরুদ্ধে তাঁর বক্তব্য জানানি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qbLdaa

May 13, 2017 at 11:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top