চা বাগানের নালায় পড়ে হস্তিশাবকের মৃত্যু

নকশালবাড়ি, ১৩ মেঃ শনিবার ভোরে নকশালবাড়ি থানা এলাকায় মেরিভিউ চা বাগানের নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তিশাবকের। মাত্র দু-বছর বয়সী পুরুষ হস্তিশাবকটি দলের সঙ্গে দলকা বনাঞ্চল থেকে বেরিয়েছিল। মেরিভিউ চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় সে মায়ের পাশ থেকে সরে গিয়ে কোনোভাবে বাগানের নালায় পড়ে যায়। তার মা তাকে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করেও পারেনি। বরং, নালার মধ্যে শাবকটির পা আরো বসে যায়। সেই সময় বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার পেমা শেরপার নেতৃত্বে বনকর্মীরাও হস্তিশাবকটিকে উদ্ধারের চেষ্টা করেন। সেই সময় হাতির দলটি তাদের দিকে তেড়ে আসে। হাতির দলটিকে জঙ্গলে তাড়িয়ে দিয়ে শাবকটিকে নালা থেকে উদ্ধার করার আগেই সে মারা যায়।

মেরিভিউ চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের ওই অংশে নতুন চা গাছ লাগানো হয়েছে। আবার ওই এলাকা দিয়ে প্রচুর হাতি যাতায়াত করছে। বারবার বনদপ্তরকে জানানো হলেও সমস্যার কোনো সুরাহা হয়নি।

রেঞ্জার পেম্বা শেরপা বলেন, হস্তিশাবকটি পুরুষ, বয়স দু-বছরের মতো। দলকা বনাঞ্চল থেকে দলটি বেরিয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qCA4QG

May 13, 2017 at 11:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top