প্রকাশিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল, শীর্ষে ছাত্রীরা

নয়াদিল্লি, ২৯ মেঃ প্রকাশিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। এবার আইসিএসই-তে পাসের হার ৯৮.৫৩ শতাংশ। আইএসসি-তে পাসের হার ৯৬.৪৭ শতাংশ। এ বছর আইসিএসই ও আইএসসি-র দু’ই পরীক্ষার ফলাফলে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।

এবার আইএসসি-তে শীর্ষে রয়েছে কলকাতার অনন্যা মাইতি। তার প্রাপ্ত নম্বরের হার ৯৯.৫ শতাংশ। যুগ্ম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে সেন্ট জেভিয়ার্সের দেবেশ লাখোটিয়া এবং আনন্দ কোঠারি।

এদিকে, আইসিএসই-তে রাজ্যের মধ্যে প্রথম ও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বারাসতের দেবশ্রী পাল। রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমানের সুক্রিয়া চক্রবর্তী।

কাউন্সিল সূত্রে খবর, www.cisce.org এবং www.examresults.net ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও, এসএমএস করেও জানা যাবে ফলাফল। ফলাফল জানতে হলে ICSE বা ISC লিখে ৭ অঙ্কের নিজের ইউনিক আইডি কোড দিয়ে 09248082883 নম্বরে পাঠাতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2quATHL

May 29, 2017 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top