লেবাননে শাহ্জালাল প্রবাসী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

Untitled-1

বাবু সাহা,লেবাননঃ লেবাননে প্রবাসী সিলেটবাসীর সামাজিক সংগঠন “শাহজালাল প্রবাসী সংগঠন”এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত রোববার জামিয়া ফারুক ইসলামী সেন্টারে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে লেবাননস্থ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী যোগ দেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরিচালনা করেন সংগঠনটির ধর্মীয় সম্পাদক সুলতান আহমেদ শিপু।ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব সায়েম আহমেদ।যৌথ পরিচালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সাঃ সম্পাদক জবরুল ইসলাম ও ধর্মীয় সম্পাদক সুলতান আহমেদ শিপু।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাছান রুমন, প্রধান উপদেষ্টা শাহ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, ইসলামী সমাজকল্যাণ সংগঠন-লেবানন এর সভাপতি মোঃ আব্দুল মতিন, লেবানন বিএনপি’র সাবেক সভাপতি মানিক মোল্লা এবং বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার দু’অংশের সভাপতিদ্বয় আলী আকবর মোল্লা ও বাবুল মুন্সী।

as

ইফতারের পূর্বে এক আলোচনা সভায় কোরাণ ও হাদিস ভিত্তিক আলোচনা করেন, সংগঠনটির উপদেষ্টা জহির উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আঃ হান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম, দাওয়াতুল ইসলামী মাদ্রাসার মাওলানা ইসহাক ও মাওলানা জাহাঙ্গীর সহ লেবানন আওয়ামী লীগ শাখার একাংশের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া।ইসলামী সংগীত পরিবেশন করেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফেজ আরজু মিয়া।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ হাছান রুমনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক, রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।

সবশেষে মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rx1jNk

May 29, 2017 at 04:54PM
29 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top