কলকাতা, ৫ মেঃ আলিপুর আদালতে আজ আত্মসমর্পণ করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। টালিগঞ্জ থানার থেকে বৃহস্পতিবার বিক্রম চট্টোপাধ্যায়কে তিনদিনের মধ্যে আদালেত হাজিরার নোটিস পাঠানো হয়৷ আইনি জটিলতা এড়াতেই বাবার সঙ্গে আলিপুর আদালতে পৌঁছলেন অভিনেতা৷
ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবারই ছাড়া পেয়েছেন বিক্রম৷ তিনি এখন প্রায় সুস্থ৷ বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল জানার পরই তাঁকে তলব করে পুলিশ৷
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে লেক মলের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন অভিনেতা বিক্রম চ্যাটার্জি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় সঙ্গে থাকা তাঁর মডেল বান্ধবী সনিকা সিং চৌহানের।
দুর্ঘটনার দিনই ৩০৪ এ, ৪২৭ ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে টালিগঞ্জ থানার পুলিশ ও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। বর্তমানে টালিগঞ্জ থানাকে তদন্তভার দেওয়া হয়েছে। ট্রাফিক আইন ভাঙা ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে। সনিকার মামাও তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেন। বিক্রমের বিরুদ্ধে হওয়া প্রত্যেকটি মামলাই জামিনযোগ্য। সেই মামলায় জেরা করতেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিক্রমকে৷
from Uttarbanga Sambad http://ift.tt/2qGGZW3
May 05, 2017 at 02:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন