মুম্বাই, ০৫ মে- বাবা বলিউডের শাহেনশা অথচ বলিউডে অভিষেক বচ্চনের যাত্রাপথ কখনও খুব একটা মসৃণ হয়নি। নিজের অভিনয় ক্ষমতা, ফ্লপ ছবির কারণে বারবার হাসির খোরাক হতে হয়েছে জুনিয়র বিকে। সফল বাবার ফ্লপ ছেলে হয়ে সোস্যাল মিডিয়ায় একাধিকবার ট্রলের শিকার হতে হয়েছে অভিষেককে। তাই বলে কি এবার বলিউড ছেড়ে অন্য পেশায় খোঁজে অভিষেক বচ্চন? ভাইরাল হওয়া এসএসসি-র অ্যাডমিট কার্ড দেখে যে কেউ প্রথমে এমনটাই ভাবতে পারেন। কিন্তু আসলটা কি জানেন? ভাইরাল এই অ্যাডমিট কার্ডটি একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে যে কেউ হয়তো মজা করার জন্যই জাল এই অ্যাডমিট কার্ডটি বানিয়েছেন। তাতে যেভাবে লেখা হয়েছে লিঙ্গ- মহিলা, ঠিকানা জয়পুর, লাতুর মহারাষ্ট্র এবং জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯৫, তাতে কোনও সন্দেহই নেই যে এই অ্যাডমিট কার্ডটি জাল। অভিষেক বচ্চন ফিল্মি কেরিয়ারে তেমন সাফল্য না পেলেও তার সেন্স অফ হিউমার এবং রসবোধ কিন্তু সবার মুখে হাসি ফোটায়। তাই এই বিষয়টি কেমনভাবে গ্রহণ করেন অভিষেক বা কী প্রতিক্রিয়া দেন সেই অপেক্ষায় রইলাম আমরা। আর/১৭:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qGIgMD
May 05, 2017 at 08:08PM
05 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top