অজ্ঞান পার্টির খপ্পরে, আর নয়

সুরমা টাইমস নিউজ: ২৯ মে সোমবার। সন্ধ্যা ০৭.১০। ধানমন্ডির ১২/এ রোডের লেকপাড় এলাকা। সকলে ইফতার শেষে নামাজে ব্যস্ত। এই সুযোগে অজ্ঞান পার্টির দুই সদস্য এক সিএনজি চালককে নেশা জাতিয় দ্রব্যের মাধ্যমে অজ্ঞান করে সিএনজি নিয়ে পালাতে চেয়েছিল।
কিন্তু ধানমন্ডি থানা পুলিশের তৎপরতায় সে চেষ্টা সফল হয়নি। ধরা পড়ে তারা। বেঁচে যান ড্রাইভার। অজ্ঞান পার্টির কবলে পড়লে সবার ভাগ্য এই সিএনজি ড্রাইভারের মত না ও হতে পারে। অনেকের জীবনের যবনিকাপাতও ঘটতে পারে। অনেকে হারাতে পারেন সর্বস্ব।
রাস্তাঘাটে চলা ফেরা করার সময় বিপদ আপদ সম্পর্কে কেউ নিশ্চিত হয়ে বলতে পারেনা। তবে এ ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করলে বিড়ম্বনা কিছুটা কমবে। আসুন জেনে নিই সেই বিষয় গুলি-
১. ভ্রমন পথে অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাকে পাত্তা দিবেন না।
২. আজকাল ডাবের ভিতরে সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ঔষধ মিশিয়ে থাকতে পারে। তাই কখন কোথা হতে তৃষ্ণা মিটাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন।
৩. কারো হাতে রুমাল দেখলে সতর্ক থাকুন। কারণ রুমালের মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে আপনার নাকের কাছে ধরলেই আপনি অজ্ঞান হয়ে যাবেন।
৪. ফুটপাতে বা রাস্তার মোড়ে টং দোকান থেকে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন।
৫. ফেরিওয়ালা বা ভ্রাম্যমান কারো কাছ থেকে আচার, আমড়া, শসা, পেয়ারা প্রভৃতি খাবেন না।
৬. বাসে, ট্রেনে ভ্রমণের সময় লজেন্স বা চকলেট, আইসক্রিম ইত্যাদি জাতিয় কোন খাবার গ্রহণ করবেন না।
৭. সিএনজিতে চলার সময় যাত্রীরা ড্রাইভারের কাছ থেকে এবং ড্রাইভাররা যাত্রীদের কাছথেকে কোন খাবার গ্রহণ করবেন না।
৮. ভ্রমণের সময় নির্জণ পথ পরিহার করে সর্বদা গাড়ি চলাচল করে এবং লোক সমাগম থাকে এমন রাস্তা বেছে নিন।
৯. ভ্রমণের সময় চেষ্টা করবেন পরিচিত কাউকে সাথে নিতে।
শুধু একটু সচেতনতাই রক্ষা করতে পারে আপনার জীবন ও সম্পদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sdJ3pe

May 31, 2017 at 07:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top