ডাব্লিন, ১২ মে- ত্রিদেশী সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ডের দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড। ডাবলিনের মালাহাইড স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ই ঝালাই করে নিতে বেশ কাজে দিবে সিরিজটি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়াও অংশ নিচ্ছে নিউজিল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি, স্কাই স্পোর্টস, ক্রিকটাইম এবং টেন স্পোর্টস। বাংলাদেশ একাদশ সম্ভাব্য: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন/শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ/সানজামুল ইসলাম। আয়ারল্যান্ড একাদশ সম্ভাব্য: এড জয়েস, পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বালবিরনি, নেইল ওব্রায়ান (উইকেট রক্ষক), গ্যারি উইলসন, কেভিন ওব্রায়ান, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাগ, পিটার চেজ। আর/১৭:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2r7oedx
May 12, 2017 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top