ডেস্ক রিপোর্ট: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
মূল লড়াইয়ের আগে শেষ প্রস্ততি ম্যাচে জয় পেতে চায় মাশরাফি বাহিনী। অন্যদিকে, চ্যাম্পিয়নস ট্রফির ভালো প্রস্তুতির জন্য ভারতও জয় ছাড়া কিছু ভাবছেনা।
জুনের ১ তারিখে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। একটি এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে খেলে ফেলেছে মাশরাফি-তামিমরা।
২৭ মে বার্মিংহামে রানের পাহাড় গড়েও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। তামিমের সেঞ্চুরিতে ভর করে ৩৪১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজরা। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুগতে থাকে পাকিস্তান। ৪০ ওভার খেলা গড়ানোর পর অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচটি বাংলাদেশ অনায়াসেই জিতবে।
পাকিস্তানের হাতে তখন ২ উইকেট। রানও দরকার একশর কাছাকাছি। সেই ম্যাচই বের করে আনলেন পাকিস্তানের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। শেষ মুহূর্তে ঝড়ো গতিতে ফাহিম আশরাফ ও হাসান আলীর ৯৩ রানের জুটিতে হারা ম্যাচ জিতে যায় পাকিস্তান।
ভারতও ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টি আইনে ৪৫ রানে জিতে টিম ইন্ডিয়া। কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে ভারতীয় বোলারদের তোপে ১৮৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের মোহাম্মদ সামি ও ভুবেনশ্বর কুমার ৩টি করে উইকেট নেন।
জবাবে ২৬ ওভারে ৩ উইকেটে ১২৯ রান তুলে ফেলে ভারত। এরপর বৃষ্টির কারনে ম্যাচের ফলাফল নির্ধারন করা হয়। সেখানে ৪৫ রানে এগিয়ে থেকে ম্যাচ জিতে নেয় কোহলির দল।
অন্য ম্যাচে আগামী ৫ ও ৯ জনু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s7eNft
May 29, 2017 at 08:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন