চট্টগ্রাম, ০৭ মে- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠশিল্পী ও সঙ্গীতঙ্গ ওস্তাদ মিহির নন্দী মারা গেছেন। গত ২৩ দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ মে) রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রোববার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে তার মরদেহ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হবে। পরে দুপুরে নগরীর বলুয়ার দীঘির পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে মিহির নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন এ কণ্ঠযোদ্ধা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ শ্রেণির সংগীত শিল্পী ছিলেন তিনি। আর/০৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pT0ACs
May 07, 2017 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top