আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। ম্যাচটা হবে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম লেগ ৩-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে রিয়াল। কিন্তু তারপরও বেশ সতর্ক জিনেদিন জিদান। তাই শনিবার ক্রিশ্চিয়ানো রোনালদোসহ দলের তারকা ফুটবলারদের ছাড়াই প্রথম একাদশ সাজান তিনি। জিদানের আস্থার প্রতিদান দিতে মোটেও ভুল করেননি তার শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর পেছনের নায়ক জেমস রদ্রিগেজ। প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনান এই কলম্বিয়ান স্ট্রাইকার। ম্যাচ শুরুর তিন এবং ১১ মিনিটে গোল দুটি করেন তিনি। এরপর আলভারো মোরাতার শো। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই দুই গোল করেন তিনি। ৩০ এবং ৩৫ মিনিটে গোল দুটি করেন রিয়ালের এই স্প্যানিশ স্ট্রাইকার। রদ্রিগেজ ও মোরাতার দুটি করে গোলের সৌজন্যেই ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পরও নিস্প্রভ গ্রানাডা। তবে রিয়াল ধরে রাখে তাদের আক্রমণের ধারাবাহিকতা। কিন্তু হায়! বিরতির পর দারুণ সব আক্রমণ করে গ্রানাডার রক্ষণভাগের সামনে যাওয়ার পরই যেনো খেই হারিয়ে ফেলে জিদানের শিষ্যরা। সার্জিও রামোস, আলভারো মোরাতাও সহজ গোলের মিস করেন দ্বিতীয়ার্ধে। যে কারণে দ্বিতীয়ার্ধে কোনো গোলই দিতে পারেনি রিয়াল। এর জন্য অবশ্য পুরো কৃতিত্বেরই দাবিদার গ্রানাডার গোলরক্ষক! গুইলের্মো অচোয়া দুর্দান্ত কিছু সেভ করেন। তবে শেষের দিকে বেশ কয়েকবার গোল করার সুযোগ তৈরি করেছিল গ্রানাডাও। কিন্তু ভালো ফিনিশারের অভাবে সেগুলোকে আর গোলে পরিনত করতে পারেনি তারা। তবে ৪-০ গোলে পেছনে থেকে বিরতিতে যাওয়ার পর ম্যাচটা একই ফলাফলে শেষ করাটাও অবশ্য গ্রানাডার দুর্দান্ত সামর্থ্যেরই বহিঃপ্রকাশ। গ্রানাডার বিপক্ষে এই জয়ের ফলে রিয়ালেরও বার্সার সমান ৮৪ পয়েন্ট। তবে এক ম্যাচ বেশি খেলেছে কাতালান ক্লাবটি। সূত্র : বিবিসি, মেইল অনলাইন আর/০৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qNEH7k
May 07, 2017 at 02:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top