চলতি মৌসুমেও দুর্দান্ত এমএসএন খ্যাত বার্সেলোনার আক্রমণভাগের তিন স্ট্রাইকার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার। ৬ মে শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষেও প্রত্যেকেই গোল করেছেন তারা। নেইমার, সুয়ারেজ একটি করে গোল করলেও মেসি একাই করেন দুটি। সেইসঙ্গে চলতি মৌসুমেও তিনজনে মিলে প্রতিপক্ষের জালে ১০০ গোল করার রেকর্ড গড়েন। এই নিয়ে টানা তিন মৌসুমে ১০০ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়লেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় প্রতিপক্ষের জালে ৯৮ বার বল পাঠান। সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে তাদের প্রয়োজন ছিল মাত্র দুই গোলের। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে ৯৯তম গোলটি করেন নেইমার। আর ৪৫ মিনিটে শততম গোলটি আসে দলের প্রাণভোমরা লিওনেল মেসির পা থেকে। এরপর সুয়ারেজ এবং মেসি আবারও গোল করলে চলতি মৌসুমে তাদের গোলসংখ্যাটা দাঁড়ায় ১০২। তবে সবচেয়ে বেশি গোল করেছিলেন গত মৌসুমে। মেসি-নেইমার-সুয়ারেজ মিলে প্রতিপক্ষের জালে ১৩১ বার বল পাঠিয়েছিলেন। ২০১৪-১৫ মৌসুমে এই সংখ্যাটা ছিল ১২২। গোলের সেঞ্চুরির পূর্ণ করার পেছনে অবশ্য বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার একাই করেছেন ৫০ গোল। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরিএ লিগ, জার্মান বুন্দেস লিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে সবধরনের প্রতিযোগিতায় মিলিয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩৪ গোল করেছেন লুইস সুয়ারেজ। এছাড়া ১৬ গোল এসেছে বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পা থেকে। সূত্র : বিবিসি, ইএসপিএন আর/০৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qcaime
May 07, 2017 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top