ধূপগুড়ি, ২০ জুনঃ পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে জলস্তর বাড়ল জলঢাকা নদীতে। এর জেরে থমকে ময়নাগুড়ি ও ধূপগুড়ির মাঝে এশিয়ান হাইওয়ের দ্বিতীয় সড়ক সেতু নির্মাণের কাজ। নির্মাণকারী সংস্থা লার্সেন এন্ড টুবরো সূত্রে খবর, সোমবার রাত ন’টা থেকেই বাড়তে থাকে নদীর জলস্তর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেকটাই বেড়ে যায়।
নির্মাণকারী সংস্থার সাইট সুপারভাইজার কৃষ্ণ রবিদাস জানান, ‘জল না নামলে কাজ করা সম্ভব হবে না। জলের তোড়ে সেতু নির্মাণের কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী ভেসে গিয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। আমাদের কর্মীরা রাত থেকেই যতটা সম্ভব সরঞ্জাম ও নির্মাণ সামগ্রী সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
সেচ দফতর সূত্রে খবর, সোমবার বিকেল থেকে পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের জেরেই এই জলস্ফিতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sRojGY
June 20, 2017 at 02:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন