সুরমা টাইমস ডেস্ক :: না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ। মঙ্গলবার (২৭ জুন) রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সুধীন দাশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সুধীন দাশের মরদেহ আগামীকাল বুধবার (২৮ জুন) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। অন্ত্যেষ্টিক্রিয়া হবে পোস্তগোলা শ্মশানে।
উল্লেখ্য, সুধীন দাশ ১৯৩০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি একুশে পদক পান। এ ছাড়া অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সুধীন দাশ।
সংগীতজ্ঞ সুধীন দাশ এ পর্যন্ত নজরুল ইনস্টিটিউট থেকে ১৬টি ও নজরুল একাডেমি থেকে পাঁচটিসহ মোট ২১টি খণ্ডে নজরুলগীতির স্বরলিপির বই বের করেছেন। লালনগীতির ক্ষেত্রেও তার অবদান সর্বজন স্বীকৃত। তিনিই প্রথম লালনগীতির স্বরলিপির গ্রন্থ প্রকাশ করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tThRgo
June 27, 2017 at 11:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন