কদিন আগেই ৩০তম জন্মদিন পালন করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। । এর এক সপ্তাহের কম সময়ের মধ্যে বিয়ের বাঁধনে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। ৩০ জুন হতে যাওয়া বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিয়ের খুঁটিনাটি তথ্য তুলে ধরেছে গোল ডটকম। যেখানে হবে মেসির বিয়ে জন্মস্থান রোজারিওতে হবে মেসির বিয়ের অনুষ্ঠান। সেখানেই তিনি বড় হয়েছেন এবং তার প্রথম ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলেছেন। বিয়ের মূল ভেন্যুটা হচ্ছে রোজারিওর সিটি সেন্টার ক্যাসিনো কমপ্লেক্স। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় থাকবে আর্জেন্টিনার প্রাক্তন মিলিটারি কর্মকর্তার নেতৃত্বে ২০০ নিরাপত্তা কর্মী। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসর মতে, মূল ভেন্যুর বাইরে থাকবে বড় পর্দা, যেখানে বিয়ের অনুষ্ঠান দেখতে পারবেন ভক্ত-সমর্থকরা। বিয়ে করছেন প্রেমিকাকে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করছেন মেসি। রোকুজ্জোর সঙ্গে তার পরিচয় সেই পাঁচ বছর বয়স থেকে। তাদের প্রথম পরিচয়, ভালোলাগা রোজারিওতেই। দুজন একসঙ্গে থাকা শুরু করেছেন ২০০৮ সাল থেকে। তাদের ঘরে আছে দুই ছেলে থিয়াগো ও মাতেও। থিয়াগোর বয়স চার বছর। মাতেও আগামী সেপ্টেম্বরে দুই বছর পূর্ণ করবে। মেসির বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের স্ত্রী সোফিয়া ব্যালবি ও রোকুজ্জো ভালো বন্ধু। সম্প্রতি দুজন একসঙ্গে জুতার দোকানও খুলেছেন। বিয়ের অতিথি যারা বিয়েতে বার্সেলোনার মূল দলের ২১ ফুটবলারকেই নিমন্ত্রণ করেছেন মেসি। থাকবেন পুরোনো সতীর্থ জাভি হার্নান্দেজও। বার্সেলোনার পুরো ব্যাকরুম স্টাফও আছে অতিথির তালিকায়। এর মধ্যে আছে কিটম্যান, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, ম্যাসিউর। আছেন খেলোয়াড়দের যোগাযোগ কর্মকর্তা পেপে কোস্তাও। এছাড়া মেসি তার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটায় ভোলেননি শৈশবের জানি দোস্ত দিয়েগো ভায়েহসকে। তাঁর বিয়েতে যে ২৫০ জন অতিথি নেমন্তন্ন পেয়েছেন, ভায়েহসও আছেন এর মধ্যে। পেশায় ওয়েটার ভায়েহসকে দাওয়াত দিতে ভোলেননি মেসি যারা থাকবেন না কদিন আগে প্রাক্তন হওয়া বার্সেলোনা কোচ লুইস এনরিককে নিমন্ত্রণ করেননি মেসি। কোচের সহকারী, বার্সেলোনা বোর্ডের কোনো সদস্যও নেই মেসির নিমন্ত্রিত অতিথির তালিকায়। আন্দ্রেস ইনিয়েস্তা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি থাকতে পারবেন না বিয়েতে। জেরার্ড পিকেও নাও থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পিকের স্ত্রী ও কলম্বিয়ান পপ স্টার শাকিরার সঙ্গে যে মেসির হবু স্ত্রীর দ্বন্দ্ব চলছে বেশ কিছু দিন ধরে! ক্রিস্টিয়ানো রোনালদোসহ ফুটবল বিশ্বের অন্য কেউই থাকছেন না। থাকছে না মেসির প্রাক্তন সতীর্থরাও (জাভি ছাড়া)। উপহার পাচ্ছেন যা কিছু মেসির মতো এমন দামি তারকা বিয়েতে কী কী উপহার পাচ্ছেন? সঠিক উত্তর হচ্ছে, কিছুই না! মেসি-রোকুজ্জো জুটি কোনো উপহার চান না। তারা বলেছেন, কেউ যদি সত্যিই কিছু দিতে চান, সেটি যেন লিও মেসি ফাউন্ডেশনে দান করেন। ফাউন্ডেশনটি বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে কাজ করে। খাবার মেনু কদিন আগে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল মেসির বিয়ের খাবার মেনু ফাঁস করেছে। যেখানে রুটি, সালাদ থেকে শুরু করে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী বেশ কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে। আর/১৭:১৪/২৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tToQ8W
June 28, 2017 at 05:54AM
28 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top