সুুরমা টাইমস ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার (২৭ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ঈদের দিনও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মিথ্যাচার করেছেন। দেশে কোনো আইনের শাসন নেই। বাংলাদেশকে ক্রিমিনাল স্টেটে (অপরাধী রাষ্ট্র) পরিণত করা হয়েছে।”
রিজভী বলেন, “দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের প্রস্তুতি নিতে হবে। নীরবে নয়, দেশে প্রকাশ্যে দুর্ভিক্ষ নেমে আসছে। তিনি বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ এ সরকারের হাত থেকে মুক্তি চায় দেশের জনগণ।”
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রিজভী বলেন, ‘স্বস্তি, শান্তি, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, নাগরিক স্বাধীনতা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতিদ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ অত্যন্ত জরুরি। সে জন্যই আজ থেকে প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rYGyGx
June 28, 2017 at 12:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.