ক্যানবেরা, ৩০ জুন- চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রস্তাব মেনে না নিলে এমনিতেই বেকার হয়ে যেতে হবে স্টিভেন স্মিথদের। আর এ জন্যই কি বেসবলটা শিখে নিচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ? আসলে তা নয়। শখের বসেই বেসবল খেলছেন ২৮ বছর বয়সী এই অজি ক্রিকেটার। যিনি পারেন তিনি সবই পারেন। যিনি ডানহাতে ব্যাট চালাতে পারেন তিনি বাম হাতেও পারেন। বেসবল খেলায় সেটাই দেখালেন স্মিথ। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এক মাসেরও বেশি সময়ের জন্য ছুটিতে আছেন। ১৮ আগস্ট বাংলাদেশে আসার আগে অবশ্য প্রস্তুতি ক্যাম্প করবেন তারা। নেই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততাও। এই অফ সিজনে অস্ট্রেলিযা অধিনায়ক গেছেন নিউইয়র্কে। সেখানেই বেসবল খেলায় নিজের দুই হাতের কারিশমা দেখালেন স্মিথ। যুক্তরাষ্ট্রে ক্রিকেট অনেকে চেনেই না। অথচ ক্রিকেটের মতোই বল-ব্যাট নিয়ে খেলা বেসবল অনেক বেশি জনপ্রিয়। যুক্তরাষ্ট্র গিয়েছেন আর বেসবল খেলবেন না, তা কি হয়! হাতে তুলে নিলেন ব্যাট, নেটে সেই বেসবল দিয়ে কিছু ক্লিন হিট করে দেখালেন স্মিথ। প্রথমে ডান হাতে। এরপর বাম হাতে। আর স্মিথের এই কান্ডেরই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। পোষ্টের কমেন্টে অনেকেই মন্তব্য করছেন, স্মিথের এই খেলা দেখে না আবার তাকে নিয়ে বেসবল দলগুলোর কাড়াকাড়ি শুরু হয়ে যায়! অবশ্য বেসবলে তার এমন অভিজ্ঞ হওয়ার কারণও আছে। বছরখানেক আগে বোস্টন রেড সক্সের তারকা ডাস্টিন পেড্রোইয়ার কাছ থেকে সরাসরি টিপস নিয়েছিলেন স্মিথ। এ আর/১২:০০/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2snpZby
June 30, 2017 at 06:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top