সুনামগঞ্জ প্রতিনিধি:: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাসের বিরুদ্ধে মামলা করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর মোহাম্মদ স্বজন।
আজ রবিবার সুনামগঞ্জ সদর কোর্টে মামলাটি দায়ের করা হয় (মামলা নং–সি.আর. ২৪৮/১৭)। আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী নুর মোহাম্মদ স্বজন বলেন, ‘প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে আপত্তিকর স্লোগান রাষ্ট্রদ্রোহীতার সামিল। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ায় ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসসহ আসামীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দারি করছি।’
মামলার বাদী পক্ষের আইনজীবী এড. আব্দুল আজাদ রোমান জানান, মামলাটি বিজ্ঞ বিচারক আমলে নিয়েছেন।।।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s6KKri
June 04, 2017 at 07:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.