ঢাকা, ০৪ জুন- অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবনা। তার এই অলৌকিক ক্ষমতা আবিষ্কার করেন তার বাবা। ভাবনা যা বলে তাই ফলে যায়-এমন উদাহরণও সবার চোখে পড়তে থাকে। ভাবনার এই ক্ষমতাকে কাজে লাগাতে চান তার বাবা। ভাবনার আশীর্বাদ নিতে দলে দলে চতুর্দিক থেকে ছুটে আসে মানুষ। এমনই এক গল্প নিয়ে তৈরি হলো টেলিছবি মায়াবতী। সেখানেই মূখ্য এমন একটি চরিত্রেই অভিনয় করলেন আশনা হাবীব ভাবনা। নাটকটির প্রসঙ্গে ভাবনা বলেন, বড়বাজেটের এ টেলিছবিটি ধারণ করতে আমরা এমন এক গ্রামে গিয়ে পৌঁছাই যেখানে আগে কখনোই শুটিং হয়নি। বিদ্যুতও পৌঁছায়নি সেখানে। আমার মেক আপ গেট আপ আর অনিমেষের কাণ্ডকারখানা দেখে সত্যিই সেখানকার গ্রাম্য নারীরা আমাকে পীর ভাবতে শুরু করে। অনেকেই এটা সেটা দিয়ে যাচ্ছিলেন। দোয়া চাইছিলেন। জানা যায়, সম্প্রতি টানা পাঁচদিন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মার পারে চিত্রায়ন সম্পন্ন হয় টেলিছবি মায়াবতীর। এতে ভাবনার চরিত্রটিই মুখ্য। তার চরিত্রটিকে ঘিরেই গড়ে উঠেছে গল্পটি। ভাবনা আরো বলেন, চরিত্রটি মোটেই সহজ ছিলো না। দীর্ঘদিন ধরে আমি চুলে তেল পর্যন্ত দেইনি। জট বানিয়েছি। সারাক্ষণ লেন্স পরে থাকতে হয়েছে। অভিনয়ের জন্য এমন ত্যাগ ও সংগ্রাম নিশ্চয় দর্শকদের জন্যই। তারা যদি কাজটা উপভোগ করেন তাহলেই সার্থক হবো। নাটকটি রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকে ভাবনা ছাড়াও অভিনয় করেছেন, অভিনেতা রওনক হাসান, মামুনুর রশীদ এবং স্থানীয় শতাধিক গ্রামবাসী। আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি। আর/১৭:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qUnFUb
June 05, 2017 at 01:22AM
04 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top