রিয়াল মাদ্রিদের হিরো হিসেবে ফের সমর্থকদের হৃদয়ে আসন গেড়ে নিলেন পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার সর্বোচ্চ ১২ বারের মতো ইউরোপিয় ক্লাব ফুটবলের শীর্ষ ট্রফি জয় করার পর সান্তিয়াগো বার্নব্যু স্টেডিয়ামকে ঘিরে করে উৎসবে নেমে পড়ে রিয়াল সমর্থকরা। এ সময় ২ হাজার কিলোমিটার দূরে কার্ডিফের ম্যাচটি জায়ান্ট স্ক্রিনের সামনে টার্ফে বসে সরাসরি দেখতে সমবেত হয়েছিল ৭০ হাজারেরও বেশী রিয়াল সমর্থক। ম্যাচে রোনারদোর জোড়া গোলে ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। পর পর দুবার ইউরো টুর্নামেন্টের শিরোপা জয়ের এই সফলতায় গোটা এলাকাটি উৎসবের নগরীতে পরিণত হয়। রাতভর চলে স্ট্রিট পার্টি। যেখানে তাদের গোটা আলোচনা জুড়ে ছিল রোনালদো বন্দনা। উৎসবে যোগ দেয়া ২৫ বছর বয়সী রিয়াল সমর্থক রাউল আলভারেজ বলেন, বছরের পর বছর তিনি (রোনালদো) প্রমাণ করে চলেছেন যে, তিনিই সেরা খেলোয়াড়। যিনি মাদ্রিদের পতাকাকে গৌরবের আসনে স্থাপিত করেছেন। প্রতিবছর আমরা ইউরোপের রাজা হচ্ছি। ৬৪ বছর বয়সি তেরেসা ডেকারলিনি বলেন, এটি অসাধারণ। আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। টানা দুবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়। আমরা চমৎকার অবস্থায় আছি। তবে মাদ্রিদের উৎসব পালনের স্থান সিটি সেন্টারের সামনে এই উৎসবে সামিলের আগে কড়া নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়েছে উৎসবকারীদের। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় অবশ্য রোনালদোর পাশাপাশি প্রশংসায় ভেসেছেন রিয়ালের প্রধান কোচ এবং সাবেক প্লে-মেকার জিনেদিন জিদানও। সিনিয়র দলের দায়িত্ব গ্রহণের পর ১৮ মাসের মধ্যেই তিনি দারুণ সব সফলতা পাইয়ে দিয়েছেন ক্লাবটিকে। আলভারেজ বলেন, তিনি মাদ্রিদের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন। এখন একটি স্কোয়াডকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করতে হয় তার প্রদর্শনী দিচ্ছেন তিনি। প্রমাণ করছেন যে, তিনিই বিশ্বের সেরা কোচ। আর/১২:১৪/০৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qV4b1y
June 05, 2017 at 06:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন