শিলিগুড়ি, ৭ জুনঃ বুধবার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস শিলিগুড়ি সংশোধনাগার এবং জলপাইগুড়ি সংশোধনাগার পরিদর্শন করেন। পরিদর্শনে এসে মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য সংশোধনাগারের বিদ্যুৎ বিল বাঁচিয়ে সেই টাকা বন্দিদের জন্য কাজে লাগানো। এই উদ্দেশ্য পূরণে উত্তরবঙ্গে প্রথম ‘গ্রিন জেল’ হতে চলেছে শিলিগুড়ি সংশোধনাগার। জলপাইগুড়ি সংশোধনাগারে বর্তমানে কোন চিকিত্সক নেই। শীঘ্রই সেখানে চিকিত্সক নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী।
গ্রিন জেল প্রকল্পে শিলিগুড়ি সংশোধনাগারে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হবে। প্রকল্পের জন্য পূর্ত দপ্তরের বিদ্যুৎ বিভাগকে প্ল্যান এস্টিমেট দিতে বলা হয়েছে, যা অনুমোদনের জন্যে নবান্নে পাঠানো হবে। সেখান থেকেই ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে। শিলিগুড়ি সংশোধনাগারে ত্রৈমাসিক বিদ্যুৎ বিল গড়ে আড়াই লক্ষ টাকা। সংশোধনাগারে বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য সম্প্রতি প্রশাসনের উপরমহল থেকে নির্দেশিকা আসার পর এই বিষয়ে তত্পরতা শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sgzubW
June 07, 2017 at 11:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন