ন্যূনতম মজুরি না অন্তর্বর্তীকালীন, ঘুঁটি সাজাচ্ছে দু-পক্ষই

নাগরাকাটা, ৭ জুনঃ পাখির চোখ ন্যূনতম মজুরিই। তবে যতদিন না সেটা বলবৎ হচ্ছে ততদিন একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে কোনো আপত্তি নেই ‘চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন’-এর। রবিবার নাগরাকাটায় অনুষ্ঠিত এই সংগঠনের একটি কনভেনশনে মজুরি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয় সংগঠনের কর্তৃপক্ষ। পাশাপাশি, ন্যূনতম মজুরির দাবিতে সরকার বিরোধি চা-শ্রমিকদের যৌথ সংগঠন জয়েন্ট ফোরামের ডাকা আগামী ১২ ও ১৩ জুনের ধর্মঘটের সর্বাত্মক বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠনটি।

উল্লেখ্য, জয়েন্ট ফোরাম ও বিজেপি প্রভাবিত চা-শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন (বিটিডব্লিউইউ) একসঙ্গে ১২ জুন উত্তরবঙ্গের চা শিল্পে এবং ১৩ জুন চা শিল্প সমেত চা উত্পাদক এলাকা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলা সহ ইসলামপুর ও মেখলিগঞ্জ মহকুমায় সহমতের ভিত্তিতে সংহতিমূলক ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে।

এদিকে ৯ জুন শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে ন্যূনতম মজুরি নিয়ে গঠিত ২৯ সদস্যর পরামর্শদাতা কমিটির ষষ্ঠ বৈঠক। সেদিনই ডাকা হয়েছে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা চা-শ্রমিকদের মালিক প্রদত্ত মজুরি বাবদ প্রদেয় রেশন চালু এবং অন্তর্বর্তীকালীন মজুরি চুক্তি নিয়ে তৃতীয় ত্রিপাক্ষিক বৈঠক। মজুরি নিয়ে চা-বাগানে উদ্ভূত সাম্প্রতিক শাসক-বিরোধী দ্বন্দ্বের এই আবহে স্বাভাবিকভাবেই এখন ৯ জুন ওই তিন বৈঠকের দিকেই তাকিয়ে আছেন উত্তরের সাড়ে চার লক্ষ চা-শ্রমিকের পাশাপাশি চায়ের ওপরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল আরও কয়েক লক্ষ চা বলয়ের জনতা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qWWitm

June 07, 2017 at 11:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top